পুরাতন মালদা

বৈশাখী চড়ক পুজো

 

চৈত্র মাসে নয়, এবার বৈশাখ মাসে সাড়ম্বরে পালিত হল বৈশাখী চড়ক পুজো। শুক্রবার পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ী নতুনপল্লী এলাকায় এই বৈশাখী চড়ক পুজোর আয়োজন করা হয়।

    শুক্রবার রাতে পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নতুনপল্লী এলাকায় বিভিন্ন দেবদেবী এবং নানান সঙ সেজে রাস্তায় শোভাযাত্রা বের করেন চড়ক পুজোর ভক্তরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার সহ অন্যান্যরা। এই চড়ক পুজোকে কেন্দ্র করে চড়ক মাঠে একটি  মেলার ও আয়োজন হয়। চড়ক পুজো কমিটির সদস্যরা জানান, এই চড়ক পুজোটি তাদের পূর্বপুরুষরা বাংলাদেশের পাবনা জেলায় পালন করত। সেই রীতি-রেওয়াজ মেনে আজও এই নতুন পল্লী এলাকায় বৈশাখী চড়ক পুজো অনুষ্ঠিত হয়ে আসছে।